বারুইপাড়া ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ
কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার ৪ নং বারুইপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাদ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে হতদরিদ্র মানুষের মাঝে স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮/০৮/২০২৫ সকাল থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগী পরিবারসমূহ।
খাদ্য অধিদপ্তরের "ওএমএস (Open Market Sale)" কর্মসূচির আওতায় হতদরিদ্র ও নিম্নআয়ের জনগোষ্ঠীকে ন্যায্যমূল্যে চাল সরবরাহ করা হচ্ছে। প্রতিজনকে নির্ধারিত পরিমাণ চাল ১৫ টাকা কেজি দরে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, সরকারের এ উদ্যোগ তাদের জন্য বড় সহায়ক হয়েছে। বাজারে চালের দাম তুলনামূলক বেশি থাকায় স্বল্পমূল্যে চাল পাওয়ায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে এই কার্যক্রম চালানো হচ্ছে। যাতে কেউ অভাবে কষ্ট না পান।”
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস