* ভাষা ও সংস্কৃতি *
৪ নং বারুইপাড়া ইউনিয়নের মানুষের প্রধান ভাষা – বাংলা ।
বারুইপাড়া ইউনিয়ন পরিষদের অধিন মানুষ মুসলিম ধর্ম অনুসারী তবে কিছু হিন্দু ধর্মী লোক আছে। তাহারা নিজ নিজ ধর্ম ও সংস্কৃতি সুষ্ঠভাবে পালন করে আসছে ।
বর্তমান বারুইপাড়া ইউনিয়নের চেয়ে নির্ভুল ভাষা উচ্চরণভঙ্গি একমাত্র যশোর জেলা ছাড়া বাংলাদেশের অন্য কোন জেলায় পাওয়া যায় না। গ্রামের সাধারন মানুষ বিভিন্ন স্থানে স্বতন্ত্র টানে উচ্চারণ করে থাকে। অত্র ইউনিয়নে বাংলা ভাষা অত্যন্ত স্পষ্ট, উচ্চারনে জড়তাহীন শ্রুতিমধুর এবং সকলের নিকট বোধগম্য।
কুষ্টিয়া জেলার মধ্যে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের উল্লেখযোগ্য বিষয় হল সাংস্কৃতিক অবদান। লোকসংস্কৃতি বা গ্রামীন সংস্কৃতি নানাভাবে সূদীর্ঘকাল ধরে পুষ্টি লাভ করছে। নানা উৎসব আয়োজনে বিভিন্ন ধরনের গীত,গান, বাজনা, কবিগান, ভাবগান, বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে এখানে বাউল গান , পালা গান, পিঠা মেলা, পুতুল নাচ, নৃত্য অনুষ্ঠিত হয়..............
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস